খানজাহান আলী থানা প্রতিনিধি
খুলনা মহানগরী খানজাহান আলী থানা শ্রমিক দলের সম্মেলন অনুষ্ঠিত সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত।
কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপি'র সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। আরো উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী। খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস।খান জাহানারা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন এবং ওয়াল পর্যায়ের বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথিত তার বক্তৃতায় বলেন বিএনপি ক্ষমতায় এলে মিরের ডাকাত শিল্পাঞ্চল কে আধুনিক শিল্প অঞ্চল হিসেবে গড়ে তোলার সব রকম কার্যক্রম শুরু করা হবে। বিশেষ করে জুট মিল সোনালী জুটমিল সহ ব্যক্তি মালিকানা পাটকল গুলির সচল করার ক্ষেত্রে কার্যকারী ব্যবস্থা গ্রহণ করা হবে। বৃহত্তর শ্রমিক জনগোষ্ঠীর কথা ভেবে একটি আধুনিক হাসপাতাল তৈরি করার কথাও নেতৃবৃন্দ তাদের বক্তব্য তুলে ধরেন। ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সময় এই অঞ্চলের পাটকল গুলির রাতের আঁধারে মেশিনের লুট করে শ্রমিকদের বেতন মজুরি বন্ধ করে দিয়ে মিল কর্তৃপক্ষের সঙ্গে আঁতাত করে মিলগুলি পরিকল্পিতভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে নেতৃবৃন্দ তাদের বক্তিতা তুলে ধরেন। বৃহত্তর এই অঞ্চলটিতে শ্রমিক জনগোষ্ঠীর কথা বিবেচনায় এনে আগামীতে পাট শিল্পের পাশাপাশি আন্তর্জাতিক মানের শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্য তুলে ধরেন। প্রথম অধিবেশনের সম্মেলন শেষে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলররা তাদের ভোটের মাধ্যমে সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করবেন বলে ত্রিবৃন্দ আমাদেরকে জানান।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন