গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় জমি দখল করতে অবৈধভাবে ফসলি জমিতে বালু ভরাট করা এবং রাস্তার পাশে সরকারী ভাবে লাগানো গাছ কাটা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যক্তিরা। আজ ১লা জুলাই (মঙ্গলবার) সরজমিনে গেলে জমির মালিক আঃ লতিফ ভুইয়া (৭০) সহ এলাকার ক্ষতিগ্রস্ত লোকজন এই অভিযোগ করেন। এসময় লতিফ ভুঁইয়ার ছেলে শ্যামল ভুইয়া বক্তব্যে বলেন, ‘কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী নাওয়ানের মোড় সংলগ্ন সিয়াম এগ্রো লিঃ এর পূর্ব পার্শে বিগত ১৭/১২/১৯৮৬ইং তারিখে রেজিস্ট্রিকৃত সাফ কবলা দলিল নং ৮৯১৩ মুলে বাছেদ ভুইয়া এবং মোছাঃ রাহেলা খাতুন আমার বাবা আঃ লতিফ ভুইয়ার নিকট থেকে ক্রয় করে দখল ভোগদখলরত আছে। ক্রয় সূত্রে প্রাপ্ত জমি, আমরা অদ্যাবধি আমার বাবা আঃ লতিফ ভুইয়া উক্ত সম্পত্তি এলাকার সকলের জ্ঞাতসারে ধান ও পাট চাষ করিয়া মালিক ও ভোগ দখলে নিয়ত থাকিয়া বিগত ১৫/০৫/২০১১ইং তারিখে নামজারী জমাভাগ নথি নং ১১১৯/২০১০-২০১১ জোত নং ২১৮৬ মুলে শতাংশ সম্পত্তি সরকারি খাজনাদী পরিশোধ করিয়া এলাকার সকলের জ্ঞাতসারে শান্তিপূর্ণ ভাবে ভোগ দখলে নিয়ত আছেন। সম্প্রতি কালীগঞ্জ উপজেলার ফুলদী এলাকার মোহাম্মদ আলী ভুইয়া দুই ছেলে মোঃ আল মামুন ভুইয়া(৪৫) এবং মোঃ খোরশেদ ভুইয়া (৪২) সহ আরও অজ্ঞাত নামা ১০/১২ জন সন্ত্রাসী প্রকৃতির লোক নিয়া দা, লাঠি, ধারালো দেশীয় অস্ত্র নিয়া আমাদের ফসলি জমি জবর দখল করে এবং বালু ভরাট করে। মেগারানী নামে এক গৃহবধূ বলেন আঃ লতিফ ভুইয়া এই জমি ৪০বছর পূর্বে ক্রয় করে ভোগ দখল করে আছেন। মোক্তার হোসেন নামে একজন বলেন উক্ত জমি ১৯৮৬ সালে ক্রয় করে ভোগ দখলরত অবস্থায় ছিল। আকলিমা নামে একজন জৈনিক মহিলা বলেন আমার জমির পাশের জমি লতিফ ভাই ক্রয় করে ভোগদখলে আছে। পঅভিযোগ সম্পর্কে জানতে ফুলদী এলাকার মোহাম্মদ আলী ভুইয়া দুই ছেলে মোঃ আল মামুন ভুইয়া(৪৫) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এই অভিযোগ সঠিক নয়। তাঁরা যদি জমির সঠিক কাগজপত্র দেখাতে পারেন, তাহলে আমরা জমি ছেড়ে দেব।
Post Top Ad
Responsive Ads Here
বুধবার, ২ জুলাই, ২০২৫
ফসলি জমি বালু ভরাটের মাধ্যমে জবরদখলের অভিযোগ
Tags
# কৃষি সংবাদ
Share This
About daily shadhinceta
কৃষি সংবাদ
লেবেলসমূহ:
কৃষি সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Bottom Ad
Responsive Ads Here
Author Details
লিখুন, পড়ুন এবং বিজ্ঞাপন দিন--- দৈনিক স্বাধীনচেতা--
অনলাইন সংবাদপত্র হলো একটি সংবাদপত্রের অনলাইন সংস্করণ যা একক ভাবে শুধুমাত্র অনলাইনে প্রকাশিত অথবা কোন মুদ্রিত সংবাদপত্রের অনলাইন সংস্করণ হিসেবেও প্রকাশিত হতে পারে। সংবাদপত্রের অনলাইন সংস্করণে ব্রেকিং নিউজ প্রচারের সুবিধা সম্প্রচার সাংবাদিকতার সাথে সংবাদপত্রের প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থান নিশ্চিত করে। সংবাদপত্র শিল্পে একটি সংবাদপত্র টিকে থাকার শর্ত হিসেবে এর বিশ্বাসযোগ্যতা, শক্তিশালী ব্র্যান্ড স্বীকৃতি এবং বিজ্ঞাপনদাতাদের সাথে প্রতিষ্ঠিত ঘনিষ্ঠ সম্পর্ককে নির্দেশ করা হয়। এছাড়াও মুদ্রণ প্রক্রিয়ার তুলনায় অনলাইন প্রকাশনা সাশ্রয়ী বলে এই আন্দোলন আরো বেগবান হয়েছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন