স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ প্রেসক্লাব খুলনা জেলার যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলতলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ রেজোয়ান আকুঞ্জী রাজার নাম মিথ্যা মামলা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিক মহল। এছাড়া দৈনিক দেশ সংযোগ পত্রিকার সম্পাদক মুম্সী মাহাবুব আলম সোহাগ, সাংবাদিক মকবুল হোসেন মিন্টু, সাংবাদিক আসাদুজ্জামান খান রিয়াজ, সাংবাদিক সাহেব আলী, সাংবাদিক সুনীল দাস, সাংবাদিক সাইফুজ্জামান সম্রাট, সাংবাদিক ফরিদ রানার নামে গত ২৬ জুন ২০২৫ ইং তারিখ খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তুমি বাদি হয়ে খুলনা বিজ্ঞ ট্রাইব্যানালে ২০২৩ সালে ১৯ মে বিএনপির প্রোগ্রামে হামলার মামলা দায়ের করেন। এই মামলায় আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১ নং আসামি এবং ততকালীন সময়ের খুলনায় দায়িত্ব প্রাপ্ত পুলিশের ৯ উর্ধতন অফিসারদের নাম সহ খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের নাম দায়ের করেন। কিন্তু দুঃখের বিষয় হলো গন্যমাধম কর্মী সাংবাদিক রেজোয়ান রাজাসহ ৮ জন সাংবাদিকের নামে এই মামলার আসামীর তালিকায় উল্লেখ করেন। সব থেকে বড় কথা ইনাদের অনেকেই জানেনা ঘটনা কবে ঘটছিল এবং কেউ গিছিল সংবাদ সংগ্রহ করার জন্য । সাংবাদিক জাতীর বিবেকে সমাজের দর্পন একজন সাংবাদিক এবং সাংবাদিক নেতা। এই সাংবাদিকরা যদি তথ্য সংগ্রহ করতে গিয়ে মামলা/হামলার স্বীকার হন। তাহলে এক সময় দেশ জাতীর কল্যাণে সাংবাদিকরা কাজ করতে দিধাবোধ করবে। মূলত রাজা এই মামলায় ষড়যন্ত্রের শিকার মাত্র। রেজোয়ান রাজার সাথে কথা বলে জানাজায়, তিনি ২০২৩ সালের বিএনপির এই প্রোগ্রাম সম্পর্কে তার কোন অনবগতই নেই। এলাকায় কিছু দুষ্কৃতিকারীরা মামলায় নাম দেওয়ার জন্য সর্বোচ্চু চেষ্টা করেছে। যার ফলে রাজার নাম দিতে বাধ্য হয়েছে নেতৃবৃন্দ। তবে রাজাসহ সকল সাংবাদিকের নামে এই মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সাংবাদিক মহল রাজাসহ সকল সাংবাদিকের নামে মামলাটি দ্রুত প্রত্যাহার করার জোর দাবি জানান।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন