সাংবাদিক আহাম্মদ আলীর পিতার ইন্তেকাল - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ২০ জুন, ২০২৫

সাংবাদিক আহাম্মদ আলীর পিতার ইন্তেকাল

 


মোঃ  মুক্তাদির হোসেন। 

স্টাফ  রিপোর্টার। 


গাজীপুরের কালীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক আহাম্মদ আলীর বাবা মো. আমির উদ্দিন বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় বার্ধক্যজনিত কারণে কালীগঞ্জ সরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। (ইন্না লিল্লাহির ওয়া ইন্না ইলাইহির রাজীউন)। আজ শুক্রবার (২০ জুন) জুম্মাবাদ দুপুর ২টায় কালীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে মরহুম আমির উদ্দিনকে কালীগঞ্জ পৌর কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মরহুমের জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ নানান শ্রেণি পেশার শত শত মানুষ অংশ নেন। তিনি মৃত্যুকালে ৩ পুত্র, ৩ কন্যা,জামাই,  নাতী-নাতনী ও বহু আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম মো: আমির উদ্দিন প্রায় ৯০ বছর পূর্বে গাজীপুরের কালীগঞ্জ বাজারে পৌরসভার ৫ নং ওয়ার্ড বালিগাঁও গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি একজন ধর্মভীরু, সদাচারী ও পরোকারী নিবেদিত প্রাণ ব্যক্তি ছিলেন। এলাকাবাসীর নিকট তিনি একজন সর্বজন শ্রদ্ধেয় অভিভাবক হিসেবে পরিচিত ছিলেন। মরহুমের মৃত্যুতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা সহ শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। সাংবাদিক আহমদ আলী আমাদের  সহকর্মী তার পিতা মরহুম আমির উদ্দিন ছিলেন একজন শান্তিপ্রিয়, নীতিবান ও মানবিক গুণ সম্পন্ন মানুষ। তাঁর মৃতুুতে আমরা একজন সফল ব্যক্তিকে হারালাম। তাঁর ইন্তেকালে কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলামিন দেওয়ান আল আবেদী, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইব্রাহিম খন্দকার, বাংলাদেশ প্রেস ক্লাব কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মুক্তাদির হোসেন, কালীগঞ্জ থানা প্রেস ক্লাবের প্রতিষ্ঠতা সভাপতি মোঃ জাকারিয়া আল মামুন, কার্যকরী সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ নোমান, কালীগঞ্জ টেলিভিশন ক্লাব এর সভাপতি মোঃ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ গাফফার, কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল হক( শিশির) গভীর শোক প্রকাশ করেছেন। শোকাহত পরিবার কে গভীর সমবেদনা জানান। মহান আল্লাহ তায়ালা যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোক সম্ভান্ত্র পরিবার কে এই শোক কাটিয়ে উঠার তৌফিক দান করুন আমিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here