খানজাহান আলী থানা প্রতিনিধিঃ
বিল ডাকাতিশার জলাবদ্ধতা নিরসন সহ ফুলতলা কৃষি ব্যাংকের সুদ মওকুফের দাবিতে গতকাল বিকাল ৪ ঘটিকায় এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। শিরোমণি খান জাহান আলী আদর্শ মহাবিদ্যালয় এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা -৫ ডুমুরিয়া- ফুলতলার সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া পরোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী খুলনা জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস ও ফুলতলা উপজেলা পরিষদের বারবার নির্বাচিত সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ শেখ ইকবাল হোসেন। উপস্থিত ঋণ গ্রহীতাগণ নেতৃবৃন্দদেরকে জানান ২০০৯ সাল থেকে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, মাছের মোড়ক, খরা, ধান গাছে ব্লাস্ট পোকার আক্রমণ সহ কতিপয় অসাধু ব্যবসায়ীর কৃত্রিম জলবদ্ধতা সৃষ্টি সহ প্রাকৃতিক দুর্যোগের কারণে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে কৃষক গন তাদের টাকা পরিশোধ করতে পারে নাই। এ কারণে ব্যাংক কর্তৃপক্ষ সুদ মওকুফ করে মূল টাকা ফেরত নেওয়ার জন্য নেতৃবৃন্দদের সদয় দৃষ্টি আকর্ষণ করেন। প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার কৃষক গানের কথা অত্যন্ত ধৈর্য সহকারে শোনেন এবং গ্রাহকদের এ বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে একটা সমাধানের আশ্বাস প্রদান করেন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন