ফুলতলায় ছুরিকাঘাতে লিটু মোল্যা গুরুতর আহত, খুলনা মেডিকেলে ভর্তি
ফুলতলা প্রতিনিধি
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে বাজার করতে আসলে দোকানেই হঠাৎ করে কয়েকজনের সাথে সংঘর্ষের সময় লিটু মোল্যাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। ঘটনার পরপরই স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি, তবে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন