![]() |
| ছবি ধারণ- শেখ আসলাম হোসেন |
শিরোমণি ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকের গৃাহকদের টাকা নিয়ে লাপাত্তা, ভুক্তভোগীদের সাংবাদিক সম্মেলন।
খানজাহান আলী থানা প্রতিনিধিঃ
ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং শিরোমণি রাখাল সরকার পরিচালক শেখ মিরাজুল ইসলাম ও তার অংশীদারগণ ৪ কোটি টাকা আত্মসাৎ করে ব্যাংক রেখে পালিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিজ্ঞ আদালতে চারটি প্রতারণা মামলা চারটি শেখ দুইজনার মামলা ও চারটি অসহায় ক্ষতিগ্রস্ত মহিলারা লিগালে এইডটে মামলা দায়ের করেন। ইতিমধ্যেই আসামিদের মধ্যে শেখ মিরাজুল ইসলামের ব্যবসায়ী অংশীদার শাহাবুদ্দিন জুয়েল ও নবীর হোসেন সহ মিরাজের স্ত্রী ডান্স বাংলা এজেন্ট ব্যাংকিং রাখালের জামিনদার পড়শিয়া আশরাফী গ্রেপ্তার হয়ে কারা ভোগ করছেন। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত আমানত কারীগণ গতকাল আর গিলাতলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সকাল ১১ টায় সাংবাদিক সম্মেলন করে দোষীদের গ্রেপ্তারপূর্বক শাস্তিও আমানতকারীদের টাকা ফেরতের দাবি করেছেন ডাচ বাংলা ব্যাংকের নিকট।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন