ইমাদুল ইসলাম, যশোর জেলা,( প্রতিনিধি )
যশোর অভয়নগর আজ সোমবার তারিখ ১২/৫/২৫ ঐতিহ্যবাহী বাশুয়াড়ী সিনিয়র ( আলিম ) মাদ্রাসার নবগঠিত এডহক কমিটির সভাপতি ও সদস্য সহগঠন অভিভাবক সম্পর্কে আলোচনা করেন।
সভাপতি, জনাব মুনশী জহুরুল ইসলাম ( অবঃ প্রধান শিক্ষক )
সদস্য সচিব, জনাব জি, এম, শাহিদুল ইসলাম অধ্যাপক
অভিভাবক সদস্য জনাব, মোঃ রবিউল আওয়াল।
শিক্ষক প্রতিনিধি, জনাব, মোঃ মতলেব আলী সর্দার।
সভাপতিত্ব করেন, জনাব, মাওলানা জহুরুল ইসলাম চেয়ারম্যান ৭ নং শুভরাড়া ইউনিয়ন পরিষদ।
মাওলানা জহুরুল ইসলাম বলেন, মাদ্রাসার পাইছলি দিবার জন্য ৫ লখো টাকা দিয়েছে বলে জানান। ও ছাত্র ছাত্রীদের জন্য বেয়েন কিনার জন্য ১ লখো টাকা দিয়েছেন বলেছেন। তিনি আরো বলেন ছাত্র ছাত্রীদের জন্য গরমে জন্য ফেন দেবেন বলেন কথা দেছেন। মাওলানা জহুরুল ইসলাম চেয়ারম্যান ৭ নং শুভরাড়া ইউনিয়ন পরিষদ।।।।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন