দিঘলিয়া প্রতিনিধিঃ
দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের হাজীগ্রাম নিবাসী মৃত নেছার উদ্দিনের পুত্র অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্ট মোঃ আনোয়ার হোসেন (৫২) জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাই আইয়ুব হোসেনের রাম দায়ের কোপে গুরুতর রক্তাক্ত জখম হয়েছেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার ( ১৯ এপ্রিল-২০২৫ ইং) দুপুর সাড়ে ১২ টায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে অবসরপ্রাপ্ত সেনাসদস্য সার্জেন্ট মোঃ আনোয়ার হোসেন ও তার স্ত্রী শাহনাজ আক্তার শারমিনকে তারই আপন ছোট ভাই আইয়ুব হোসেন এবং ভাইপো আরিফ ও অন্তূ রামদা ও শাবল দিয়ে মাথায় ও পায়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরবর্তীতে এলাকাবাসী ও আহতের স্বজনরা তাকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন। এ ব্যাপারে ভিকটিমের পক্ষ থেকে দিঘলিয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন