কালীগঞ্জে ড্রাম ট্রাক চাপায় ১অটো চালকের মৃত্যু - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

কালীগঞ্জে ড্রাম ট্রাক চাপায় ১অটো চালকের মৃত্যু

 


মোঃ  মুক্তাদির হোসেন। 

স্টাফ  রিপোর্টার। 


গাজীপুরের টংঙ্গী ঘোড়াশাল বাইপাসে (বড়নগর রোডের নিকটস্ত) আরিফুলের গেরেজ এর সামনে

আজ শুক্রবার ২৫শে এপ্রিল দুপুরে মাহাবুব নামের এক অটো চালক মর্মান্তিক সরক দূর্ঘটানার শিকার হয়ে মারা যায়। প্রত্যক্ষ দর্শনার্থী সূত্রে জানা যায় নিহত মাহবুব এর বড় ভাই আরিফুল এর গ্যরেজ এর সামনে নিহত মাহবুব তার নিজের অটো গাড়ি পরিস্কার করতে ছিল, তখন একটি ড্রাম ট্রাক বেপরোয়া ভাবে মাহাবুব এর উপরে উঠিয়ে দিয়ে ড্রাম ট্রাক রেখে চালাক এবং হেলপার পালিয়ে যায়।গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড এর মুনসেফপুরের মরহুম তমিজ উদ্দিন এর ২য় ছেলে মোঃ মাহবুব হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত হয়ছেন। স্থানীয় সূত্রে জানাযায়, কালীগঞ্জ ঘোড়াশাল বাইপাস বড়নগর রোড সংলগ্ন আরিফুল ইসলামের বাড়ির সামনে বাইপাস সড়কের পাশে একটি গ্যরেজ ব্যবসায়িকভাবে গাড়ি পরিষ্কার করার জন্য একটি গাড়ি পরিষ্কার স্থান তৈরি করে। সেখানে প্রতিনিয়ত বিভিন্ন ট্রাক ,ড্রাম ট্রাক, প্রাইভেটকার, মোটরসাইকেল সহ বিভিন্ন গাড়ি পরিষ্কার করা হয়। আরিফুলের গাড়ি পরিষ্কারের প্রতিষ্ঠানে একটি ড্রাম ট্রাক যারা( রেজি: ঢাকা মেট্রো-ট-১৭-১০৪৬)পরিস্কার করে চলে যাবার সময় পাশে নিজস্ব অটো রিকশা পরিস্কার করতে থাকা মাহবুবের উপরে উঠিয়ে দেয় ।ডাম্পট্রাক মাহাবুব এ-র উপরে উঠিয়ে দিয়ে ড্রাম ট্রাক উঠিয়ে দেয়ার ফলে মাহবুব গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে আহত অবস্থায় কালীগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর তার পরিস্থিতি অবনতি হয়ে যায় ।কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নিয়ে যাওয়ার জন্য বলেন। মাহবুবের স্বজনরা তাকে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়। ঘাতক ড্রাম ট্রাক বর্তমানে কালীগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে এবং ড্রাইভার ও হেল্পার পলাতক আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here