কালীগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

কালীগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

 



মোঃ  মুক্তাদির হোসেন। 

স্টাফ  রিপোর্টার। 


গাজীপুরের কালীগঞ্জ উপজেলার  তুমুলিয়া  ইউনিয়ন এর কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু সংবাদ পাওয়া গেছে। নিহত কৃষক শুক্কুর আলী (৫৫) কালীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড বড়নগর গ্রামের মৃত রজব আলীর পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. আলাউদ্দিন।

স্থাণীয় ও থানা সূত্রে জানা যায়, বুধবার (১৬ এপ্রিল) দুপুরে কালীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড বড়নগর গ্রামের মৃত রজব আলীর পুত্র শুকুর আলী উপজেলার তুমুলিয়া ইউনিয়নের টেক মানিকপুর উত্তরপাড়া কৃষি জমিতে কাজ করতে মাঠে যান।

এ সময় আকাশে বিকট শব্দে (বজ্রপাত) বিদ্যুৎ চমকায়। ঘটনাস্থলেই আকস্মিক বজ্রপাতে কৃষক শুকুর আলীর মর্মান্তিক মৃত্যু হয়।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)। স্থাণীয়রা তাকে উদ্ধার করে বাড়ীতে নিয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত শুকুর আলী কালীগঞ্জ পৌরসভার বড়নগর এলাকায় জন্মগ্রহণ করলেও দীর্ঘদিন যাবৎ পরিবার নিয়ে তুমলিয়া ইউনিয়নের টেক মানিকপুর এলাকায় অজি বাড়ীতে (শ্বশুর বাড়ী) বসবাস করতেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here