ইমাদুল ইসলাম, যশোর জেলা ( প্রতিনিধি )
গতকাল মঙ্গলবার এক সপ্তাহে যবোদ পার্টনার ফিল্ড স্কুল ( PFS) গম- সম্পর্কে আলোচনা করেন। এদের মধ্যে অনেকেই কৃষক না কিছু লোক কৃষি কাজ করে এমন অভিযোগ পাওয়া গেছে এদের কেউ কেউ আওয়ামীলীগ সরকারে আমলে থেকে অনেকে একই ভাবে এই সাথে কৃষি অফিসার রিয়াজ এদের সাথে যোগাযোগ করুন। তাদের নামের তালিকা উপজেলা কৃষি অফিসারে নিকটবর্তী জমা করেন বলে জানা অভিযোগ পাওয়া গেছে। এই কৃষি অফিসার রিয়াজ বিভিন্ন ধরনের অভিযোগ পাওয়া। কৃষিদের অভিযোগ এই অফিসার বিরুদ্ধে অনেক অভিযোগ সমায় মতো কোনো কিছু পাওয়া যায় না। শুকপাড়া, বাশুয়াড়ী, লেবুগাতী, হিদিয়া, গোপীনাথপুর, রানাগাতী, শুভরাড়া একই ব্যানার দিয়ে প্রশিক্ষণ করেন বলে জানা যায়। অনেক জাগায় গম চাষের জমি খুব কম পাওয়া যাবে তদন্ত করে পারেন। শুকপাড়া গ্রাম প্রশিক্ষণ কেন্দ্র ও বাশুয়াড়ী প্রশিক্ষণ কেন্দ্র একই ব্যানার দিয়ে প্রশিক্ষণ করা অভিযোগ পাওয়া গেছে।
যাদের এই স্কুল প্রশিক্ষণ দেয়েছে তাদের মধ্যে কে কে কৃষি কাজের সাথে যুক্ত আছে। সরিষা বীজ যাদের দিয়েছে আবার তাদের এই গম বীজ সম্পর্কে আলোচনা প্রশিক্ষণ করাছে বলে অভিযোগ পাওয়া গেছে কৃষি অফিসার রিয়াজ অভয়নগর উপজেলা থেকে এসে কৃষকদের মাঝে।
আবার অনেকের অভিযোগ আমরা প্রশিক্ষণ করতে পারিনা। কারণ যাদের সাথে কৃষি অফিসার যোগাযোগ করেন অনেক জমি চাষাবাদ করেন না। তাদের প্রশিক্ষণ দিয়েছেন এই অফিসার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ার জন্য অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন