মোক্তারপুর ইউনিয়ন জাতীয়বাদী কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

মোক্তারপুর ইউনিয়ন জাতীয়বাদী কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

 



মোঃ  মুক্তাদির হোসেন। 

স্টাফ  রিপোর্টার। 

বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ  কৃষক  জনগোষ্ঠীর  সংগঠিত  করার  লক্ষ্যে

সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ  এর অংশ  হিসেবে  গাজীপুর  জেলার  কালীগঞ্জ উপজেলায় 

মোক্তারপুর  ইউনিয়ন জাতীয়বাদী কৃষক দলের মোক্তারপুর ইউনিয়ন আযোজিত কৃষক সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকাল ৪ ঘটিকার সময় মোক্তাপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ডালী  উচ্চ বিদ্যালয়ের মাঠে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে  প্রবিত্র কোরআন তেলোয়াত এর মাধ্যমে  পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন : হাফেজ :মো: ইব্রাহীম

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  বক্তব্য রাখেন :  গাজীপুর জেলা বিএনপির সভাপতি  ও সাবেক  সংসদ সদস্য  একে এম ফজলুল হক মিলন। 


কৃষক সমাবেশে প্রধান বক্তা হিসেবে  বক্তব্য রাখেন :   বাংলাদেশ  জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল  ইসলাম  খান বাবুল।


বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন :

ওমর ফারুজ সাফিন,সদস্য  নির্বাহী কমিটি  ও সহ -  সভাপতি বাংলাদেশ  জাতীয়তাবাদী কৃষক দল। 

দিপু হায়দার খান,সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিভাগ, বাংলাদেশ  জাতীয়তাবাদী কৃষক দল। 

 বিশেষ অতিথী হিসাবে উপস্হিত ছিলেন: হুমায়ুন কবির মাষ্টার, সভাপতি  কালীগঞ্জ উপজেলা  বিএনপি।

বিশেষ অতিথী হিসাবে উপস্হিত ছিলেন:খালেকুজ্জামান বাবলু, সাধারণ সম্পাদক  কালীগঞ্জ উপজেলা  বিএনপি।

কৃষক দলের কৃষক সমাবেশ টি গাজীপুর জেলা কৃষক দলের সিনিয়র  যুগ্ম আহবায়ক    মো: মাহাবুবর রহমান, এর সভাপতিত্বে গাজীপুর জেলা কৃষক দলের সদস্য সচিব ইস্কান্দার আলম জানুর সঞ্চালনায় কৃষক সমাবেশ টি অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি  তাঁর বক্ত্যবে বলেন, আমাদের দেশের  কৃষক বাঁচলে দেশ বাঁচবে, তাই  আমরা  কৃষকদের কথা সব সময়ই ভেবে  আসছি, আমাদের বিএনপির  ভারপ্রাপ্ত  সভাপতি  তারেক রহমান এর দিক নির্দেশনায় আমারা সারা দেশে কৃষক সমাবেশ করছি, কৃষকরা আমাদের  খাদ্য  যোগান দেয়, তাই  কৃষক দের কথা  ভেবে আমরা  কৃষকদের অগ্রাদিকার দিবো। তিনি  আরও  বলেন  আল্লাহর মাইর দুনিয়ায় বাইর, সন্মান দেওয়ার মালিক  আল্লাহ, যাকে সন্মান দেওয়ার তাঁকে  সন্মান দিবে,আর  যারা জুলম অত্যাচার করবে আল্লাহ  তাদের  অসম্মান করবেন।

আমাদের দেশ নেত্রী,বেগম  খালেদা জিয়া, অসুস্থ অবস্থা উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে যেতে  চেয়েছিলেন তখন খুনি হাসিনা চিকিৎসা নিতে দেয় নাই, আরো উপহাস করে  বলছেন  শুনি মরে মরে কিন্তু  মরে না তো, যারা মানুষ এর জীবন মরন নিয়ে  হাসি  তামসা করে তাদের আল্লাহ  ও পছন্দ করে না? আর এজন্যই  ফ্যসিষ্ট সরকার প্রধান খুনী  হাসিনা দেশ ছেড়ে  পালিয়ে গেছে।

পুরানো খাঁটি  সোনা কে মুল্যায়ন করা হবে,হীরা চকচক করলে সুন্দর দেখা যায়, কোন হাইব্রিড লোকজন কে আমাদের দলে সুযোগ দেয়া হবে না,এটা আমার কথা না,আমাদের  দলের  ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান এর  নির্দেশ,তাই  আমরা আমাদের দলের  ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিদর্শন মেনে চলবো।


তিনি  বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে উপস্থিত সকলের দোয়া কামনা করে তার বক্তব্য শেষ  করেন।


কৃষক সমাবেশে উপস্থিত ছিলেন :, মোক্তাপুর  ইউনিয়ন ছাত্র দলের সভাপতি , সাধারণ সম্পাদক,  সাংগঠনিক সম্পাদক   প্রমুখ।আরো উপস্থিত ছিলেন  বিভিন্ন ইউনিয়ন থেকে  বিএনপির  অংঙ্গ সংগঠন এর নেতৃত্ব বৃন্দ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here