মোঃ মিজানুর রহমান স্টাফ রিপোর্টার
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (ফোর্স) জনাব সোনালী সেন, পিপিএম-সেবা এর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এ বদলী হওয়ায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। আজ ১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ কেএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা এবং স্মৃতিস্মারক প্রদান করেন।
পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে বিদায়ী অতিথিকে বদলীকৃত কর্মস্থলে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার আহবান জানান। তিনি বিদায়ী অতিথির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ব্যক্তিগত ও পারিবারিক জীবনের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।
এ সময় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মোঃ কুতুব উদ্দিন-সহ পুলিশের বিভিন্ন পর্যয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন