খানজাহান আলী থানায় বিএনপি:
গতকাল শনিবার রাত ৯:৩০ মিনিটে কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির নেতা কর্মীদের উপর চিহ্নিত আওয়ামী লীগ সন্ত্রাসী দ্বারা হাসিব, মুন্না, সিয়াম ও বাপ্পির উপর হামলা হয়। চিহ্নিত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে খানজাহান আলী থানা বিএনপি কার্যালয় বিকাল ৪ ঘটিকায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
গত শনিবার রাতে রাত সাড়ে ৯ টার দিকে খানজাহান আলী থানার নং ২ নং এর অঞ্চলে যুব নেতা মেহেদী হাসান বালদী, ছাত্র নেতা সিয়াম, হাসিব এবং মননার বাড়িগুলি আক্রমণ করা হয়েছিল, ভ্যান্ডালাইজড এবং এলোমেলোভাবে মারধর করা হয়েছিল, এর প্রতিবাদে বিএনপি ওয়ার্ডের ২ নং এর উদ্যোগে ফুলবারিগেটের পার্টি অফিসে গতকাল বিকেল চারটায় একটি প্রতিবাদ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। বিএনপি ওয়ার্ডের ২ নং সভাপতি ইকবাল হোসেন মিজান সভাপতিত্ব করেন। বৈঠকের সভাপতিত্বে। মোঃ রাফিকুল ইসলাম রাফিক দ্বারা পরিচালিত হয়েছিল, বিএনপি ওয়ার্ডের ২ নং জেনারেল সেক্রেটারি। বিশেষ অতিথিরা হলেন আব্বাস, বিএনপি -র সাধারণ সম্পাদক, মোল্লা সোহাগ হোসেন, সাংগঠনিক সচিব, এ। আজিজ সুমন, খুলনা মহানগর জুবো ডালের আহ্বায়ক এবং সদস্য সচিব রায়উবুল ইসলাম রুবেল। বিএনপি নেতা শেখ আবদুল সালাম। আলমগির হোসেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন