খুলনা-৫ আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশি এডভোকেট খালিদ হোসেন - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

খুলনা-৫ আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশি এডভোকেট খালিদ হোসেন

 

ইব্রাহিম খলিল - ছবি



খুলনার ডুমুরিয়া- ফুলতলা নিয়ে গঠিত ১০২, খুলনা-০৫ সংসদীয় আসনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ আসন।

বিগত দিনে এই আসন থেকে সৈরাচার শেখ হাসিনার আওয়ামী লীগের মনোনীত নারায়ণ চন্দ্র চন্দ্র গত চার বারের এমপি হয়েছেন, মন্ত্রী ও হয়েছেন কিন্তু এলাকায় কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি,গত ৫ ই আগষ্ট শেখ হাসিনার পতনের পর, এই আসনটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, কে হতে পারেন আগামীর এমপি এই নিয়ে নানান জল্পনা কল্পনা,বইছে ভোটার ও সাধারণ মানুষের মধ্যে।

২০১৮ সালের কোটা সংস্কার নিরাপদ সড়ক আন্দোলন থেকে গড়ে উঠা অন্যতম রাজনৈতিক দল ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নুরের সংগঠন গণঅধিকার পরিষদ  জিওপি সারা বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে, প্রধান কয়েকটি রাজনৈতিক দলের মধ্যে তাদের অবস্থান বিরাজমান।ইতিমধ্যে আসন্ন এিয়োদশ নিবার্চন উপলক্ষে  সারা বাংলাদেশে ৩০০ আসনে প্রার্থী দিবে বলে দলটি মনোনয়ন প্রত্যাশিদের সিভি গ্রহণ করছে,তারই ধারাবাহিকতায় 

খুলনা- ৫ আসনে গণঅধিকার পারিষদ জিওপি এর মনোনয়ন প্রত্যাশি গণঅধিকার পরিষদের সবোচ্চ নীতিনির্ধারক কমিটির উচ্চতার পরিষদের অন্যতম প্রভাবশালী সদস্য, পেশাজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, গণঅধিকার পরিষদের মানবাধিকার বিষয়ক সম্পাদক, সুপ্রিম কোর্টের এডভোকেট খালিদ হোসেন( সোহাগ)। তিনি ইতিমধ্যে নিজেকে ট্রাক প্রতিকের মনোনয়ন প্রত্যাশি হিসাবে খুলনা- ৫ আসন ডুমুরিয়া, ফুলতলায় সাধারণ মানুষের কাছে ছুটে চলছেন,ব্যানার, পোষ্টার,শোডাউন, কর্মীসভা,পথসভা সহ নানানভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এডভোকেট খালিদ হোসেনের বাড়ি ডুমুরিয়া শরাফপুর ইউনিয়নে,কর্মজীবনে তিনি ঢাকায় অবস্থান করেন।তিনি আশাবাদী দল থেকে তিনি একমাত্র মনোনয়ন প্রত্যাশি হিসাবে খুলনা- ৫ আসনে ট্রাক মার্কার নমিনেশন তিনি পাবেন।ডুমুরিয়া, ফুলতলা গণঅধিকার পরিষদ ও অঙ্গ সহযোগী সংগঠনের সকলের দাবি এডভোকেট খালিদ হোসেন কে ট্রাক মার্কার মনোনয়ন দিয়ে আগামী সংসদ নির্বাচনে এই আসন থেকে বিজয়ী করার জন্য। 

ইতিমধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে এই আসনে মনোনয়ন পেয়েছেন দলটির জেনারেল সেক্টেটারি সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। তিনি ও এই আসনে অত্যন্ত হেভিওয়েট প্রাথী।জাতীয়তাবাদী দল বিএনপি থেকে এই আসন থেকে নাম শোনা যাচ্ছে সাবেক জেলা যুব দলের সাধারণ সম্পাদক রুবায়াদ হোসেনের নাম। তবে শিক্ষা যোগ্যতায় অন্যান্যা প্রাথীর তুলনায় পিছিয়ে নেয় গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট খালিদ হোসেন ( সোহাগ)।

তবে,সাধারণ জনগণ ও ভোটারদারদোর একটাই প্রত্যাশা গত নিবাচন গুলের মত যেন নিশিরাতের ভোট না হয়,একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ভোটার রা তাদের পছন্দের প্রার্থী কে যেন ভোট দিতে পারে সেটার দাবি জানিয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here