রমজানের পবিত্রতা রক্ষায় যশোরে সমাবেশ ও মিছিল। - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

রমজানের পবিত্রতা রক্ষায় যশোরে সমাবেশ ও মিছিল।

 


 ইমাদুল ইসলাম, যশোর জেলা ( প্রতিনিধি )

আজ ২৮ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শহর শাখার উদ্যোগে দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতি প্রতিবাদে ও রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে যশোর শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।


স্থানীয় যশোর দড়াটানা ভেরব চত্তরে শহর জামায়াতের আমীর অধ্যাপক শামসুজ্জামানের সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার আমীর অধ্যাপক গোলাম রসুল।

অন্যন্যের মধ্যে আরো বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, সহকারি সেক্রেটারি যথাক্রমে মোঃ বেলাল হোসাইন, মোঃ গোলাম কুদ্দুস, মোঃ রেজাউল করিম, মোঃ মনিরুল ইসলাম, জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আবুল হাশিম রেজা, সদর উপজেলা আমীর অধ্যাপক আশরাফ আলী, শহর নায়েবে আমীর মাওলানা ইসমাইল হোসাইন ও এডভোকেট আব্দুর রহমান, সদর উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল হক। সমাবেশ পরিচালনা করেন শহর শাখা সেক্রেটারি মোঃ ইমরান হোসাইন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দিন দিন নিত্তপন্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে মূলত কিছু অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেট এর কারণে। এ ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য এবং সংশ্লিষ্ট সকলকে রমজানের পবিত্রতা রক্ষায় এগিয়ে আসার আহবান জানান।

সমাবেশ শেষে মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মনিহার বাস স্টান্ডে গিয়ে শেষ হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here