যশোর:
যশোর সদরের বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম। এসময় উপস্থিত ছিলেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহাবুবুর রহমান। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রবীর মিত্রের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কমিটির সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আক্তার, সদস্য মমতাজ খাতুন, পিটিএ কমিটির সভাপতি মাসুদ হোসেন মোর্তজা, সদস্য ইমরান হোসেন, কোরবান আলীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। #


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন