কালীগঞ্জে যানবাহন চালকদের ট্রাফিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

কালীগঞ্জে যানবাহন চালকদের ট্রাফিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

 



 মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ  রিপোর্টার। 

যানজটমুক্ত ও সুশৃঙ্খল রাস্তা পরিবেশ গড়ার লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে  যানবাহন চালকদের ট্রাফিক ব্যবস্থাপনা ও যানজট নিরসনে ভূমিকা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে কালীগঞ্জ পৌরসভার আয়োজনে পৌর বিভিন্ন যানবাহনের চালকদের নিয়ে কালীগঞ্জ আর.আর.এন পাইলট স্কুল মাঠে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক তনিমা আফ্রাদ। অনুষ্ঠানে আলোচক ছিলেন কালীগঞ্জ থানার ওসি মো.আলাউদ্দিন। গাজীপুর ট্রাফিক পুলিশের এসআই আব্দুল জামিল ট্রাফিক ব্যবস্থাপনা ও যানজট নিরসনে চালকদের ভূমিকা নিয়ে বিশদ আলোকপাত করেন।

আলোচক ওসি মো.আলাউদ্দিন চালকদের উদ্দেশ্যে বলেন, আপনারা সবসময় ট্রাফিক আইন মেনে গাড়ি চালাবেন। আপনাদের কারণে বেশিভাগ সময়ে রাস্তায় যানজট সৃষ্টি হয়। এতে সকল ধরনের মানুষের দুর্ভোগ পোহাতে হয়।

কালীগঞ্জ পৌর প্রশাসক তনিমা আফ্রাদ বলেন, রাস্তার যেখানে সেখানে গাড়ি রেখে যানজট সৃষ্টি করবেন না। গাড়ি রাখবে বাসস্ট্যান্ডে। রাস্তায় গাড়ি রেখে মানুষের সমস্যা সৃষ্টি করবেন না। মানুষের দুর্ভোগ লাঘব করতে যানজট মুক্ত রাস্তা রাখতে হবে। তা না হলে আমি কঠোর হবে। মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করবো। সামনে রমজান মাস এই সময় কোনো ধরনের যানজট শহরের দেখতে চাই না। অতিদ্রæত গাড়ি চালানো থেকে বিরত থাকবেন। দুর্ঘটনারোধে গতি নিয়ন্ত্রণে গাড়ি চালাবেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে চালকরা ট্রাফিক আইন মেনে যানবাহন চালাবে এবং রাস্তা যানজটম্ক্তু রাখবে বলে হাত উঁচিয়ে তারা প্রতিশ্রæতি দেন।

এই সময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌর হিসাবরক্ষক মো.দুলাল মোড়ল, বাজার পরিদর্শক শিপলু চন্দ্র দাস, উচ্চমান সহকারী রিয়াদ হাসানসহ মাহিন্দ্র, অটোরিকশা, ইজিবাইক, সিএনজি চালিত চালকগণ।

ছবির ক্যাপশন ঃ কালীগঞ্জ পৌরসভার আয়োজনে পৌর বিভিন্ন যানবাহনের চালকদের নিয়ে কালীগঞ্জ আর.আর.এন পাইলট স্কুল মাঠে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here