তালায় আন্তঃ ইউনিয়ন ক্রিকেট-ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫

তালায় আন্তঃ ইউনিয়ন ক্রিকেট-ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

 


ইমরান হোসেন, তালা :

 “এসো  দেশ বদলাই,পৃথিবী বদলাই” স্লোগানকে  সামনে রেখে সাতক্ষীরার তালায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ আন্তঃ ইউনিয়ন ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট পৃথক পৃথক ভাবে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(০৪ফেব্রুয়ারী) চরগ্রাম কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক শেখ মোঃ রাসেল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,তালা থানা অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার আশুতোষ কুমার বিশ্বাস,  তালা প্রেসক্লাবের আহবায়ক এমএ হাকিম, খেশরা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু, তালা সদরের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, যুবদল নেতা জোয়ার্দার ফারুক হোসেন, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এম মারুফ উল ইসলাম, ছাত্র শিবিরের সাবেক উপজেলা সভাপতি মোঃ আনোয়ার হোসেন, ম্যাচ পরিচালক ও কমেন্ট্রি করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-শিক্ষক মোঃ অলিউল ইসলাম,  মোঃ জাকির হোসেন,  জালালপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ লাভলুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মীর্জা সাকিব হাসান, ম্তুাফিজুর, রবিউল ইসলাম, হায়াতুর রহমান, হাসিবুল ইসলাম,মানবাধিকার কর্মী কাজী এনামুল ইসলাম বিপ্লব,আশরার হোসেন বাবু প্রমুখ।

 ক্রিকেট খেলায় সরুলিয়া ইউনিয়ন ১১ রানে তেঁতুলিয়া ইউনিয়নকে হারিয়ে ফাইনাল খেলায় জয়লাভ করে। অপরদিকে ফুটবল খেলায় তেঁতুলিয়া ইউনিয়ন ৩ – ১ গোলে খেশরা ইউনিয়নকে ফাইনাল খেলায় জয়লাভ করে।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তরা বলেন, জুলাই বিপ্লব’২৪ এর পর থেকে তারুণ্যদীপ্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে  এবং বর্তমান অনলাইন জুয়া সহ নানাবিধি সংকট দূরীকরণে বর্তমান সরকার তরুনদের খেলাধুলায় মনোযোগী করার লক্ষ্যে এই তারুণ্যের উৎসব-২০২৫ এর আয়োজন করা হয়েছিলো। খেলাধুলা করলে শরীর ও মন সুস্থ্য থাকে ঘুম ভালো হয়, অন্যায় প্রবণতা কমে। তাই তরুনদের কে খেলায় বেশি বেশি অংশগ্রহণ করতে পরামর্শ দেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here