দিঘলিয়ায় গভীর রাতে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করলেন দিঘলিয়ার মানবিক ইউ এন ও - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

দিঘলিয়ায় গভীর রাতে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করলেন দিঘলিয়ার মানবিক ইউ এন ও

 



শেখ শামীমুল ইসলাম, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি 


কনকনে শীতে শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গভীর রাতে কম্বল বিতরণ করছেন দিঘলিয়ার মানবিক নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।


সারাদেশে মানুষের মাঝে জেঁকে বসেছে শীত। কনকনে শীতে কাঁপছে সারা দেশ। প্রচন্ড এ শীতে দেশের অন্যান্য স্থানের ন্যায় চরম বিপাকে পড়ছে খুলনার দিঘলিয়া উপজেলার গরিব-দুঃখী শীতার্ত মানুষ। এ সময় শীতার্ত ছিন্নমূল মানুষের শীত নিবারণের জন্য গভীর রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের দ্বারে দ্বারে ছুটছেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। প্রতি রাতেই গরিব-দুঃখী, ছিন্নমূল শীতার্ত মানুষের দ্বারে দ্বারে গিয়ে কম্বল বিতরণ করছেন এই মানবিক ইউএনও। উপজেলায় দরিদ্র মানুষের সংখ্যা বেশি। কিন্তু এ বছর  শীতবস্ত্রের বরাদ্দ চাহিদার তুলনায় খুবই কম। সে কারণে  কম্বল বিতরণ করতে এমন উদ্যোগ গ্রহণ করেছেন তিনি।


গত রবিবারসহ বেশ কয়েকদিন ধরে সারাদিনের কর্মব্যস্ততার অবসরে গভীর রাতে দিঘলিয়া উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে অসহায় শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে  উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামকে তার নিজ হাতে শীতবস্ত্র কম্বল বিতরণ করতে দেখা গেছে।


স্থানীয় জন সাধারণ ও প্রশাসন সূত্রে জানা গেছে, প্রায় সপ্তাহ ধরে এভাবে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নিজ হাতে বিভিন্ন এতিম খানা, লিল্লাহ বডিং, হাফিজিয়া মাদ্রাসা, আশ্রয়ন, আবাসন প্রকল্পে বসবাসরত  ছিন্নমূল অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করছেন। কনকনে শীতের রাতে হঠাৎ দরজার সামনে উপজেলা নির্বাহী অফিসারকে  শীতবস্ত্র হাতে উপস্থিত  দেখে ছিন্নমূল দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীরা খুশি, আনন্দ আর আবেগে আপল্লুত হয়ে পড়েন।

দিঘলিয়া উপজেলার মানুষের দ্বারে দ্বারে গিয়ে ছিন্নমূল, গরীব ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।

শীতবস্ত্র কম্বল পাওয়া একাধিক শীতার্ত ব্যক্তি বলেন, এ সপ্তাহে শীত অনেক বেড়েছে। সুর্যের দেখা পাওয়া যাচ্ছে না। এই শীতের রাতে ইউএনও স্যারের দেওয়া শীতবস্ত্র কম্বল তাদের শীত থেকে অনেকটাই রক্ষা করছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here