সময় টিভির সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে বেনাপোলে মানববন্ধন - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

সময় টিভির সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে বেনাপোলে মানববন্ধন




বেনাপোল প্রতিনিধি : সময় টিভির নড়াইল প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায়  জড়িতদের গ্রেফতারের  দাবিতে বেনাপোলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৬ জানুয়ারি) বেলা ১২ টায় বেনাপোল কাস্টমসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আয়ুব হোসেন পক্ষীর সঞ্চালনায় বেনাপোলে কর্মরত গণমাধ্যম কর্মীরা এ মানববন্ধন অংশ নেন।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, যখনি গণমাধ্যমকর্মী নীতি, নৈতিকতা নিয়ে পেশাগত দায়িত্ব পালন করার চেষ্টা করেছে তখনি কালো শক্তির শিকার হয়েছেন। সত্য, ন্যায়, ব্স্তূনিষ্ঠ ও নির্ভীক সংবাদ প্রকাশ করতে গিয়ে সারা বাংলাদেশে সাংবাদিকরা আগেও হামলা- মামলার স্বীকার হয়েছে এখনও হচ্ছে। প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বেনাপোলের সাংবাদিকরা বলেন, আগামী ৩দিনের মধ্যে সাংবাদিক হত্যা প্রচেষ্টাকারীদের গ্রেফতার করা না হয় তাহলে বাংলাদেশের শেষ সীমান্ত বেনাপোল থেকে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, একুশে টিভির বেনাপোল প্রতিনিধি জামাল হোসেন, এখন টিভি ও দৈনিক  জনকন্ঠের আবুল হোসেন, আনন্দ টিভির আয়ুব হোসেন পক্ষী, ঢাকা পোস্ট'র ওসমান গনি, এশিয়ান টিভির সেলিম আহম্মেদ, গ্লোবাল টিভির রাসেল ইসলাম, চ্যানেল এসটিভির তামিম হোসেন সবুজ, বাংলা টিভির আরিফুল ইসলাম, দৈনিক একুশে সংবাদের বেনাপোল প্রতিনিধি খসরুনোমান সংগ্রাম, প্রতিদিনের কথার আনিছুর রহমান, ভোরের ডাকের আশানুর রহমান আশা, যায়যায়দিনের জি এম আশরাফ, দৈনিক জন্মভূমির আবুল বাশার, দৈনিক কালান্তরের  কামাল উদ্দীন বিশ্বাস,দৈনিক দিনকালের মতিয়ার রহমান, দৈনিক প্রতিদিনের সংবাদের মনির হোসেন, দৈনিক লাখো কন্ঠের আসাদুজ্জামান রিপন, দৈনিক আমার সময়ের রাশেদুজ্জামান রাসেল, দৈনিক গ্রামের কন্ঠের জাহিদ হাসান, দৈনিক রানারের আরিফুজ্জামান, দৈনিক অনির্বাণের তামিম হোসেন সবুজ, মাতৃছায়ার  সুমন হুসাইন, দৈনিক কাগজের  জাকির হোসেন, দৈনিক প্রতিদিনের কন্ঠের আসাদুর রহমান আসাদ, শাহরিয়ার হুসাইন মুন ও দৈনিক রুপান্তরের শাহনেওয়াজ স্বপন।

প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে নড়াইল শেখ রাসেল সেতুর ওপর অজ্ঞাত সন্ত্রাসীদের হামলার শিকার হন সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান‌। আশঙ্কাজনক অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here