ইরানি পারভীনঝ
খুলনার নাগরিকদের নিরাপত্তায় রাষ্ট্রের উদাসীনতা, ভ্যাট ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে ও প্রকাশ্যে খুন, চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই , ট্রাফিক অনিয়ম সহ সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিনিয়ত ঘটছে যার কারণে জনগণ আতঙ্কিত অবস্থায় আছে। আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসন এ সকল বিষয়ে জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ, সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ও অন্যান্য আইন-শৃঙ্খলার রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্বে কর্তব্যে অবহেলায় জনগণ অত্যন্ত ভীত সন্ত্রস্ত ও আতঙ্কের ভিতরে দিন যাপন করছে ।এরই প্রতিবাদে নাগরিক আন্দোলন খুলনা এর পক্ষে আজ ২৮ জানুয়ারি মঙ্গলবার খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন এবং বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদে দৃষ্টি আকর্ষণ করে অতি দ্রুত জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দাবি জানিয়েছেন নাগরিক আন্দোলন খুলনা এর প্রধান সমন্বয়ক ডাক্তার এস কে বাহারুল আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন