ইমাদুল ইসলাম, যশোর জেলা ( প্রতিনিধি )
আসছে আগামী ২৪ জানুয়ারি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১ তম জন্মবার্ষিকী ও মধুমেলা উপলক্ষে ১১ জানুয়ারি রোজ শনিবার দুপুর ১২ টা থেকে সাগরদাঁড়ি এম এম ইন্সটিটিউটে হলরুমে বিশেষ আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কেশবপুর উপজেলার নির্বাহী মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় এবং জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আজহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকেন এবং বক্তব্য রাখেন, যশোর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) রুহুল আমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, মোঃ লজিবুল আলম অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) , BGB এর যশোর জেলার প্রতিনিধি জনাব সোহেল আল মুজাহিদ, RAB 6 এর যশোর জেলার প্রতিনিধি জনাব মোঃ হাবিবুর রহমান, এন আই সি এর যশোর জেলার অফিসার, যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, বাংলাদেশ আনসার ও ব্যাটালিয়ানের কমান্ডো যশোর জেলার প্রতিনিধি জনাব মোঃ আল আমিন, বাংলাদেশ সেনা বাহিনীর কেশবপুর থানা ক্যাম্প কমান্ডার মেহেদী হাসান , জেলা নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ যশোর, কেশবপুর থানার ওসি জনাব আনারুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা গণ, এছাড়া উপস্থিত ছিলেন যশোর জেলা সমন্বয়কের প্রধান মোঃ রাশেদ হসেন, কেশবপুর উপজেলার সমন্নয়ক প্রধান মোঃ সম্রাট হোসেন , বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির উপজেলা সভাপতি আবুল হসেন আজাদ,বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেশবপুর পৌর আমীর মোঃ জাকির হসেন, জামায়াতের ইসলামি সাগরদাঁড়ি ইউনিয়ন সেক্রেটারি এম এম হাফিজুর রহমান, বিএনপির ইউনিয়ন সভাপতি মোঃ আকরাম খান সহ অন্যান্য নেতৃবৃন্দ এছাড়া উপস্থিত ছিলেন দৈনিক লিখনী সংবাদ নির্বাহী সম্পাদক ইমাদুল ইসলাম ও বিভিন্ন প্রত্রিকার সাংবাদিক বৃন্দ , টিভি চ্যানেলের সাংবাদিক বৃন্দ ।
উক্ত অনুষ্ঠানের সভাপতি জনাব আজহারুল ইসলাম বলেন, মাইকেল মধুসূদন দত্তের ২০১ তম জন্মবার্ষিকী উপলক্ষে যে ২৪ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পযন্ত মেলা উদযাপন করা হবে সেটা গত কয়েক বারের থেকে ব্যতিক্রম এবং মধু মেলায় আসা বিভিন্ন জায়গা থেকে মধু প্রেমিকদের সার্বিক ভাবে নিরাপত্তা ব্যবস্থা থাকবে। তিনি আরো বলেন, মেলা উপলক্ষে কোন জুয়া খেলা, অশ্লীল নৃত্য, ছিনতাই, মাদকদ্রব্য বিক্রি ইত্যাদির বিষয়ে প্রশাসন বিশেষ নজরদারিতে রাখবে। তিনি জনগণের সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্য আরো বলেন, যশোর জেলা এবার মোবাইল কোডের মাধ্যমে মেলা পরিচলনা করবেন এমনকি গতবারের থেকে সিসি ক্যামেরা বেশি লাগানো হবে। সেনাবাহিনীর, বিজিবি পুলিশের টহলসহ অস্থায়ী ক্যাম্প থাকবে। জুরুরি হটলাইনের ব্যবস্থা থাকবে, মেইনরোডে যেন কোন প্রকার মোটরসাইকেল, মোবাইল, অলংকার ইত্যাদি ছিনতাই না হয় সে বিষয়ে বিশেষ নজরদারি বাড়াবে। যশোর জেলা এবং কেশবপুর উপজেলার সকল প্রশাসনের মোবাইল নাম্বার উন্মুক্ত করা হবে যেন কোন প্রকার অনিয়ম চোখে পড়লেই যে জানাতে পারে। মধু মেলা ২০২৫ এর সার্বিক ভাবে বাস্তবায়ন করার লক্ষে সবার সহযোগিতার কামনা করে বক্তব্য শেষ করেন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন