চুকনগর স্কুলের এস,এস,সি-১৯৭৪ ব্যাচের দ্বিতীয় পুনর্মিলনীর অনুষ্ঠিত - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

চুকনগর স্কুলের এস,এস,সি-১৯৭৪ ব্যাচের দ্বিতীয় পুনর্মিলনীর অনুষ্ঠিত

 



পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর 

কৈশোরে জুড়েছিল আমাদের এ প্রাণে প্রাণ, রবে'তা আমৃত্যু বন্ধুত্ব অম্লান" এই শ্লোগানকে সামনে রেখে কেশবপুরের সীমান্তবর্তী চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয় থেকে কৃতকার্য এসএসসি-১৯৭৪ ব্যাচের দ্বিতীয় পুনর্মিলনীর জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (২৪ জানুয়ারী-২৫) দিনভর তালা উত্তরণের হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। তালা উত্তরণ সংস্থার নির্বাহী পরিচালক ও এস,এস,সি-১৯৭৪ ব্যাচের বন্ধু শহিদুল ইসলাম-এর সভাপতিত্বে বন্ধুদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে তাদের উদ্দেশ্যে একমিনিট নিরবতা পালন করা হয়।

এ্যাডভোকেট আনছার আলীর পরিচালনায় মিলন মেলার বন্ধুদের উদ্দেশ্যে বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন, চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক স,ম নূর আলী, চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্মল চন্দ্র নাথ এবং চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কালিপদ রায়।

আরও আলোচনা করেন, সাবেক ব্যাংকার আজিজুর রহমান, খুলনা জেলা অবসরপ্রাপ্ত ডেপুটি এ্যাসিট্যান্ট ডাইরেক্টর (ম্যানপাওয়ার) শেখ আব্দুল হাকিম, অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার হুরমত আলী, অবসরপ্রাপ্ত সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল হাকিম মোড়ল, উত্তরণের আঃ সাত্তার, অবসরপ্রাপ্ত শিক্ষক সাজ্জাত আলী শেখ, মুফতি আব্দুস ছোবহান, শাহাবুদ্দীন মোড়ল, সিনিয়র সাংবাদিক ইব্রাহিম রেজা, সাংবাদিক পরেশ দেবনাথ, অলিপ্ত দাস, মোঃ নূরোল ইসলাম, আল-হাজ্জ শাহাদাৎ হোসেন, আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রদীপ দেবনাথ, মোঃ রাজ আলী, উত্তরণ সংস্থার কর্মী মোঃ মফিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী বিষ্ণুপদ হালদার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হেলেনা খাতুন, রাশিদা খাতুন, মনোয়ারা বেগম, কৃষিবিদ আলী আহম্মদ, মোঃ আক্কাজ আলি, আব্দুল হাই, জীবন বীমা কর্মী মোঃ নূরআলী, প্রাক্তন ইউপি সদস্য সাজ্জাত আলী সরদার, ডাঃ দিলীপ তরফদার, শ্যামল নন্দী, গাজী শহীদুল ইসলাম, শরফুদ্দিন সরদার প্রমূখ। অর্ধশতাধীক বন্ধু অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

অনুষ্টানে চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক স,ম নূর আলী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্মল চন্দ্র নাথ এবং চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কালিপদ রায়কে সম্মাননা প্রদান করার হয়। তাছাড়া চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়নে কাজ করার প্রস্তুতি গ্রহন করা হয়। অনুষ্ঠানে এক প্রীতি ভোজের আয়োজন করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here