কেসিসির ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কক্সবাজারে নিহত। - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

কেসিসির ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কক্সবাজারে নিহত।

 



খুলনা সংবাদদাতা:  

খুলনা সিটি কর্পোরেশন( কেসিসি) ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কক্সবাজারে নিহত হয়েছেন।কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টর ঝাউবাগানে আজ ৯ জানুয়ারী রাত ৮ টায় খুলনা সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম রব্বানি টিপু (৫৫) কে গুলি করে হত্যা করা হয়েছে।তার বাড়ি খুলনার দৌলতপুরে দিয়ানা গ্রামে।হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে আইন শৃংখলা বাহিনী। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,আজ রাত ৮ টার দিকে গোলাম রব্বানি সিগাল হোটেলের সামনে ঝাউবাগানের ভেতরে কাঠের তৈরি সেতুর পাশে হাটছিলেন। এ সময় মোটরসাইকেল যোগে দুই ব্যক্তি ঘটনাস্থলে এসে গোলাম রব্বানির মাথায় গুলি করে দ্রুত পালিয়ে যায়। পুর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকান্ড হতে পারে বলে ধারনা করা হচ্ছে।ঘটনার প্রত্যক্ষদর্শী ইজিবাইক চালক আব্দুস সালাম (৩৮) বলেন,তিনি সিগাল হোটেলের দিকে ছিলেন। গুলির শব্দ শুনে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন এক ব্যক্তি গুলি বিদ্ধ হয়ে বালুতে পড়ে গেছেন। দ্রুত তিনি ব্যাক্তিকে নিজের টমটমে তুলে ককক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তিনি জানান গুলি তার মাথায় বিদ্ধ হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) ইলিয়াছ খান বলেন, নিহত গোলাম রব্বানি খুলনা সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। সেখানকার পুলিশের সাথে কথা বলে তিনি জেনেছেন, গত ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকে গোলাম রব্বানি আত্মগোপন করেন।তিনি কখন কক্সবাজার এসেছেন, কোথায় ওঠেন এবং কেন তাকে হত্যা করা হয়েছে, তার কারন অনুসন্ধান করা হচ্ছে।মাথায় গুলি করে তাকে হত্যা করা হয়।মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। টুরিস্ট পুলিশ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো: আসাদুজ্জামান বলেন,গোলাম রব্বানি হত্যা রহস্য উদঘাটনে মাঠে নেমেছে পুলিশ। এ দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের নিরাপত্তা জোরদার করা হয়েছে। উল্লেখ্য নিহত গোলাম রব্বানি টিপু খুলনা মহানগর সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ছিলেন। নিহত গোলাম রব্বানির কাছে ভোটার আইডি কার্ড পেয়ে পুলিশ পুরোপুরি নিশ্চিত হয়েছেন তিনি খুলনার দৌলতপুরের গোলাম আকবর ও মাতা আম্বিয়া খানমের ছেলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here