খানজাহান আলী থানা প্রতিনিধি:
গতকাল ৪ ডিসেম্বর ২০২৪ বুধবার খানজাহান আলী থানা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন দুটি অধিবেশনে অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে দুপুর ৩ টা হতে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে ফুলবাড়ি গেটে জাক জমক পূর্ণ আয়োজনের মাধ্যমে খুলনা মহানগরীর খানজাহান আলী থানা বিএনপি'র দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে বিএনপি'র খানজাহান আলী থানার আহবায়ক কাজী মিজানের সভাপতিত্বে, সদস্য সচিব আবু সাঈদ হাওলাদার আব্বাস এর পরিচালনায় আলোচনা সবার উদ্বোধন করেন এস এম শফিকুল আলম মনা, আহ্বায়ক খুলনা মহানগর বিএনপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনিন্দ্য ইসলাম অমিত ভারপ্রাপ্ত সংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আজিজুল বারী হেলাল। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাকিবুল ইসলাম বকুল ছাত্র বিষয়ক সম্পাদক- বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জয়ন্ত কুমার কুন্ডু সহ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তা বাদী দল। বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন শফিকুল আলম তুহিন। সদস্য সচিব- খুলনা মহানগর খুলনা বিএনপি। সকাল থেকে আলোচনা সভায় বিভিন্ন বক্তারা আলোচনা রাখেন। দুপুরে বিরতি শেষে দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম বিকাল ৩ টা থেকে শুরু করেন। ২ শতাধিক কাউন্সিলারের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি সম্পাদ সংগ্ররণ সম্পাদক নির্বাচিত হয়। সভাপতি হিসাবে নির্বাচিত হন কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হন আবু সাঈদ হাওলাদার আব্বাস, এবং সংগঠন সম্পাদক হিসেবে নির্বাচিত হন মোল্লা মোঃ সোহাগ।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন