দিঘলিয়ায় ডোমরা সরদার বাড়ি সার্বজনীন পূজা মন্দীরের জায়গার বিরোধ নিষ্পত্তি হলো - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

দিঘলিয়ায় ডোমরা সরদার বাড়ি সার্বজনীন পূজা মন্দীরের জায়গার বিরোধ নিষ্পত্তি হলো

 



ছবিঃ স্বাধীন চেতা 


দিঘলিয়া প্রতিনিধিঃ 

দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের ডোমরা সরদার বাড়ি সার্বজনীন পূজা মন্দীরের জায়গা নিয়ে বিরোধ চলে আসছিলো দীর্ঘদিন যাবত। নিতাই বিশ্বাসের পূর্ব পুরুষ মন্দীরে জায়গা মৌখিকভাবে দান করে গেলেও নেতাই ওয়ারেশ সূত্রে জমির মালিকানা ছাড়তে নারাজ। 

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকাল তিনটায় এলাকাবাসী ও স্থানীয় গণ্যমান্য রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে দীর্ঘদিনের মন্দীরের সেই জমির সুন্দর সমাধান হলো।

এ সময় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোল্লা বিল্লাল হোসেন, গাজীরহাট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহাগ মুন্সী, সাবেক প্রধান শিক্ষক রাম প্রসাদ অধিকারী, সাবেক প্রধান শিক্ষক সুবোধ চন্দ্র বিশ্বাস, গাজীর ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক যথাক্রমে সৈয়দ মুকিত আলী, মোঃ সুলতান মাহমুদ লাল্টু, নজীর মোল্যা, মহাসিন শেখ। আরো উপস্থিত ছিলেন সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামান, দিঘলিয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি সৌমিত্র কুমার দত্ত, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বিশ্বাস, দিলীপ বিশ্বাস,ডোমরা সরদার বাড়ি সার্বজনীন পূজা মন্দীরের সভাপতি ঋষিকেশ সরদার,সাধারণ সম্পাদক মনি শঙ্কর, তিব্বত মোল্যা, আব্দুল কাদের মোল্যা, মোঃ নজরুল ইসলাম, বুলবুল শিকদার, সৈয়দ জামাল আলী,লাভলু মুন্সী, হুমাই খা,নিতাই বিশ্বাস, ভবেশ দাস, কওসার তরফদার, নওয়াব মোল্যা প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here