![]() |
ছবি ঃ স্বাধীন চেতা |
ইরানি পারভীনঃ সংবাদদাতা
গতকাল বুধবার দিবাগত রাত ১.৫২ মিনিটে সচিবালয়ের ৭ নং ভবনের ৬ থেকে ৯ তলা পর্যন্ত চারটি ফ্লোরে আগুন লেগে পুড়ে যায়। রহস্যজনক ভাবে বন্ধের দিন রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সর্বমোট ১৯ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং বৃহস্পতিবার সকাল আট টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় ১০ ঘন্টা পর বেলা বারোটার দিকে আগুন পুরোপুরি নেভে। আগুন নিয়ন্ত্রণের কাজ করতে গিয়ে ট্রাক চাপায় মোঃ সোহানুর জামান নয়ন নামে এক ফায়ার সার্ভিস কর্মী নিহত হন। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ নথিপত্র চাওয়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আরো বলেন রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছে, ষড়যন্ত্র মূলক ভাবে এই আগুন লাগানো হয়েছে। সচিবালায়ে ঘাপটি মেরে থাকা বিগত স্বৈরাচারী সরকার হাসিনার দোসররা তাদের অপকর্মের ফাইলগুলো আগুনে পুড়িয়ে দিয়েছেন বলে মন্তব্য করেছেন জুলাই আগস্ট এর শহীদ স্মৃতি ফাউন্ডেশনে সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। জুলাই আগস্ট এর ছাত্র জনতার বিপ্লবের পর দেশের জনগণ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় গুলো নিরাপত্তার জন্য বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদের অনেক বেশি নিরাপত্তা ব্যবস্থা করা উচিত ছিল বলে দেশের জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ মনে করেন।
ইরানী পারভীন
স্টাফ রিপোর্টার
দৈনিক স্বাধীনচেতা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন