কবিতা,, আমি জয় বাংলার লোক - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

কবিতা,, আমি জয় বাংলার লোক

 




মোয়াজ্জেম হোসেন 


যত ইচ্ছে আমায় তুমি ঘৃনা করো,

শক্তি আছে গলা চেপেও ধরতে পারো,

যতই তুমি রাঙ্গাও তোমার অন্ধ চোখ,

আমি জয় বাংলার লোক।

আমি জয় বাংলার লোক।


একটি জাতির প্রসব যাতন দেখেছো কি?

দেখেছো কি লক্ষ মায়ের অশ্রু আঁখি? 

লক্ষ বোনের কান্না ভেজা দু'টি চোখ?

আমি জয় বাংলার লোক। 

আমি জয় বাংলার লোক। 


একাত্তরের মুক্তিকামী জনগণ,

জয় বাংলা ছিলো সবার শ্লোগান, 

জয় বাংলার প্রতিধ্বনি ধ্বনিত হোক।

আমি জয় বাংলার লোক। 

আমি জয় বাংলার লোক। 


সেদিন যত দখলদারি শত্রু সেনা,

জয় বাংলায় কাঁপতো জানে কয় জনা?

আজকে এসব তুচ্ছ করে মূর্খ লোক,

আমি জয় বাংলার লোক।

আমি জয় বাংলার লোক। 


এই শ্লোগানে মুখর হয়ে উঠুক দেশ,

এই শ্লোগানে জন্ম হলো বাংলাদেশ। 

এই শ্লোগান ভুলায় সকল মৃত্যু শোক,

আমি জয় বাংলার লোক। 

আমি জয় বাংলার লোক। 


অফিস, ফুলতলা, খুলনা।

তাং - ১১/১২/২০২৪ ইং।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here