কবি বন্ধুকে
মোয়াজ্জেম হোসেন
স্বপ্ন এবং দুঃস্বপ্নে
কাটলো দীঘল রাতি,
সকাল বেলা কবির সাথে
খুনসুটিতে মাতি।
আহা!
এমন সকাল যায় কি বৃথা
বন্ধু যদি থাকে।
মনের কথা মনটি খুলে
বলতে পারি যাকে।
চোখের দেখা হয়নি তবু
মনের দুয়ার খুলে,
চিনতে যখন পারছি তাকে
যাই কি হঠাৎ ভুলে?
অদৃশ্য এক বাঁধন দিয়ে
বাঁধছে আমার প্রাণ,
কেমন করে ফুরিয়ে যাবে
এমন প্রাণের টান?
নয়ন মাঝে নয়ন তারা
যেমন আলো জ্বালে,
হৃদ কমলে ফুটুক আলো
দুখের নয়ন জলে।
আহা!
এমনি করে সারাজীবন
থাকুক ভালোবাসা,
সুখে থাকো বন্ধু তুমি
এটাই পরম আশা।
মশিয়ালী, ফুলতলা,খুলনা।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন