বহু প্রতিক্ষিত চুকনগর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সভাপতি পদে মোঃ সইিদুল ইসলাম মোড়ল (মোটরসাইকেল), সহ-সভাপতি পদে মোঃ রবিউল ইসলাম (হাতি), সাধারণ সম্পাদক পদে মোঃ বিল্লাল হোসেন (টিউবওয়েল) সহ-সম্পাদক পদে দেবব্রত রায় (তালা), কোষাধ্যক্ষ পদে মেহেদী হাসান বাবলু (হরিণ), সাংগঠনিক সম্পাদক পদে শেখ মোঃ মোসলে আক্তার লেলিন (বাইসাইকেল), দপ্তর সম্পাদক পদে ওয়াহিদুজ্জামান মিলন (দোয়াত কলম), প্রচার সম্পাদক পদে মোঃ শফিকুল ইসলাম গাজী(আম), উন্নয়ন ও পরিবেশ সম্পাদক পদে শাহিদুর রহমান (গোলাপ ফুল), ক্রীড়া সম্পাদক পদে মোঃ আমিনুল ইসলাম (ক্রিকেট ব্যাট), এবং ৫টি কার্যনির্বাহী সদস্য পদে মোঃ কারিমুল ইসলাম(হেলিকপ্টার), শ্রী কৃষ্ণ বিশ্বাস (চিংড়িমাছ), জামির হোসেন (রিক্সা) মোঃ আব্দুল হালিম মোড়ল (ঘুড়ি), জাহিদুল ইসলাম (মই) নির্বাচিত হয়েছেন। বিগত ১৭ বছর পর এমন একটি উৎসবমুখর নির্বাচনের রুপকার ছিলেন চুকনগর বাজার বণিক সমিতির আহবায়ক ও ৫নং আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন