বন্যার কবলে পড়া ছাত্র ও ছাত্রীদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

বন্যার কবলে পড়া ছাত্র ও ছাত্রীদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।



ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম 

ভয়াবহ বন্যা কবলিত এলাকা পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন থানা এলাকায় সাধারণ মানুষের ঘরবাড়ি ভেঙে গুঁড়িয়ে গেছে। ভেসে গেছে বাড়ির সব কিছু। কিন্তু ভেঙ্গে পড়েনি পূর্ব মেদিনীপুর জেলার রামনগর,বেলদা, নন্দীগ্রাম, নন্দকুমার ও ঘাটাল এবং কাঁথি হলদিয়া সহ অন্যান্য এলাকা। এবার ভারী বৃষ্টিপাত ও ডি ভি সি,সহ অন্যান্য নদীর বাঁধ থেকে জল ছাড়ার কারণে বন্যা দেখা যায় বিভিন্ন যায়গায়। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা করেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার শ্রী সম্যদ্বীপ ভট্টাচার্য । তিনি তার জেলা পুলিশ কে নির্দেশ দেন যাতে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ ও পূনর্বাসন জরুরি ভিত্তিতে কাজ করার জন্য। সেই মতো পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন থানার পুলিশ বাহিনী বন্যার কবলে পড়া মানুষের কাছে পৌঁছে যায়। এবং তাদের কে ত্রাণ বিতরণ থেকে শুরু করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যায়। বন্যার কবলে পড়া ছাত্র ও ছাত্রীদের বই পত্র নস্ট হয়ে গেছে।তাই তাদের কে কলেজ ও ইস্কুল মুখ করতে তাদের কে দেওয়া হয়েছে খাতা ও বই পত্র। সেই সঙ্গে আগামী দূর্গা পূজা উপলক্ষে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে উপহার। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দেন যে বন্যা কবলিত এলাকার মানুষ যাতে নিরাপদ স্থানে রাখতে পারে তা সুনিশ্চিত করতে হবে। সেই মতো পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার শ্রী সম্যদ্বীপ ভট্টাচার্য আই পি এস সব ধরনের প্রস্তুতি নিয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here